SarkarBari-News

বিদ্যালয়ের সামনে দা হাতে উত্তেজিত তরুণ সঙ্গীসহ আটক, দা উদ্ধার

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ফটকের সামনে রামদা হাতে উত্তেজিত সেই তরুণকে সঙ্গীসহ আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে আটকের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম।আটক তরুণেরা হলেন মো. শুভ খান (২৪) ও মো. মুন্না (২৫)। শুভ উপজেলার কুলুপাড়া গ্রামের নাসির খানের ছেলে এবং মুন্না ওই গ্রামের হাসানের ছেলে। গতকাল বুধবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের দুজনকে আটক করে। এই দুজনের অস্ত্র হাতে আতঙ্ক সৃষ্টির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।ওসি এ এফ এম নাসিম প্রথম আলোকে বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের সম্পর্কে বিভিন্ন তথ্য জানা গেছে। ওই দুজন বিদ্যালয়ের ফটকের সামনে অযথা আতঙ্ক সৃষ্টি করার জন্য এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন। তাঁরা এলাকায় বিভিন্ন সময় হট্টগোল করেন বলেও জানা গেছে। এমনকি তাঁরা দুজন মাদক সেবন ও বিক্রির সঙ্গেও জড়িত। অতীতে তাঁদের বিষয়ে থানায় বিভিন্ন অপরাধের অভিযোগ আছে। গতকাল রাতে আটকের পর তাঁদের কাছ থেকে দুটি দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে দা হাতে উত্তেজিত আচরণ করেন ওই দুজন। তাঁরা উত্তেজিত ভঙ্গিতে বিদ্যালয়ের ফটকের সামনের সড়কে এলোপাতাড়ি দৌড়াদৌড়ি করে আতঙ্ক সৃষ্টি করেন। এ সময় বিদ্যালয়ের টিফিন বিরতি চলছিল। অস্ত্র হাতে ওই তরুণদের উত্তেজিত আচরণ দেখে বিদ্যালয়ের ফটক দিয়ে বের হওয়া ছাত্রছাত্রীরা আতঙ্কে চিৎকার করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় ওই দুজনকে থামাতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন স্থানীয় কয়েকজন। এ ঘটনার ৩০ মিনিট পর দুজন পুনরায় দা হাতে ঘটনাস্থলে ফিরে এসে একই ধরনের আচরণ করতে থাকেন। তখনো ওই সড়কে আতঙ্ক ছড়ায়। 

মন্তব্যসমূহ