গরুর ছাগলের হাট

রাউৎকোনা গরু-ছাগলের হাট

আজ সোমবার ৪ জুলাই বিকেল ৩টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত গরু ছাগলের হাট আয়োজন করা হয়।এখানে ক্রেতা বিক্রেতা সহ সাধারণ মানুষের ভিড় লক্ষ করা গিয়েছে। পবিত্র ঈদউল আসহা উপলক্ষে এই গরু ছাগলের হাট আয়োজন করা হয়েছে।স্থান রাউৎকোনা চৌরাস্তার মোড়ে। আগামী বৃহস্পতিবার সহ শুক্রবার আবার এই গরু ছাগলের হাট অনুষ্ঠীত হবে। 

মন্তব্যসমূহ