রাউৎকোনা /কাপাসিয়া /গাজীপুর/শ্রীপুর |
সমপ্রীতি রাউৎকোনা একটি মেলার আবির্ভাব ঘটেছে যা প্রতি শুক্রবার বিকেল ২ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠীত হয়।
মেলাটিতে সকল প্রকার নতুন পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয় করা হয়। এটাকে মেলা আয়োজক রা বাইক হাট নামে পরিচয় দিয়েছেন।
এই মেলা পরিচালনা এবং সার্বিক সহযোগিতায় আছে রাউৎকোনা মর্টস বাইক হাউস।
তাদের সাথে যোগাযোগের জন্য মোবাইল নম্বর ০১৭৫৬৫৫৪৪৭৫ এবং ০১৭১৪২৮৭৫৮১ এবং ০১৭১৯০৯৭৪৩১
স্থান রাউৎকোনা চৌরাস্তা সংলগ্ন, কাপাসিয়া,গাজীপুর
বাইক হাটের পরিচালকরা বলেছেন হাটে সার্বক্ষনিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষন করা হবে।
যারা নতুন বাইক কিনবেন ভাবছেন কিংবা বিক্রি করবেন তারা হাটে অংশগ্রহণ করতে পারেন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন